Saturday, October 10, 2009

নীল


সাগর বোধহয় বিষের রঙে নীল
শরীর জুড়ে নীল মরনের ছোঁয়া
অথবা সাগরে মুক্ত আকাশ মিশে
ভালোবাসার গভীর নীলে ধোওয়া

সব হারানোর ব্যথায় ব্যথায় নীল
সাগর যেন পচন ধরা ক্ষত
হয়ত সাগর হারানো ছেলেবেলার
আধো আধো নীলচে বুলির মত

সাগর বোধহয় কান্নাভেজা রাতে
নীলচে হয়ে গলছে চোখের কাজল
সাগর, পুজোর রাতে প্রথম দেখা
শ্যামলা মেয়ের নীল শাড়িটার আঁচল

জলরঙেতে ড্রয়িং খাতার পাতায়
নীল খেয়ালে সাগর ভেসে চলে
নীল কুয়াশার হিমেল হিমেল ছোঁয়া
সাগর তলের নীল মরনের কোলে

শরীর পুড়ে ভষ্ম হওয়ার আগে
নীল গালিচায় স্বপ্ন মেখে নেব
সেই স্বপ্নের নীলচে সুতোয় বেঁধে
একটা তোকে সাগর দিয়ে যাব

নীল একটা সাগর দিয়ে যাব...

আজকালকার লিমেরিক-৪ - রাজনীতি


জগত এলোমেলো-
বুশের বোড়ে ইরাক গেছে-কার তাতে কি গেল?
পেপসোডেন্টে দেঁতো হাসি
ম্যাকডোনাল্ডও ভালোবাসি;
ওয়ালমার্ট নাকি মারছে চাষি?
দুচ্ছাই, সব খেলো-
পেটটা গরম হয়ে গেলে মুখে ফেলে দে পোলো।

আজকালকার লিমেরিক-৩ - মেয়ে


ওব্বাবা! ওই দেখো-
ডিজাইনার জামার ফাঁকে ক্লিভেজ মাখোমাখো...
স্তোকবাক্যে খুশিই হবে
(তবু)লোক দেখিয়ে ঠোঁট ফোলাবে
পকেট খালি? খেদিয়ে দেবে
সাবধানে হাত রাখো-
তাকে নোয়াতে পারবে না ভাই; নিজেই একটু ঝুঁকো।

Thursday, October 8, 2009

আজকালকার লিমেরিক-২ - গুজব


খুব সিরিয়াস কথা-
গন্ধর্বসেন মরে গেছে তাই রাজার মাথা ব্যথা!
ফেলুদা আর হোমস পড়ে,
অনেক হেঁটে, অনেক ঘুরে
ইনিভেস্টিগেশন করে
ঘুরছে খালি মাথা...
গন্ধর্বসেন নাকি ধোপার পোষা গাধা!

Wednesday, October 7, 2009

আজকালকার লিমেরিক-১ - প্রেম


খামখেয়ালি মন-
জংধরা সব চিন্তাগুলোয় হঠাৎ বিষ্ফোরণ।
লাভ-লোকসান নিক্তি মেপে
প্রেমরূপী ষাঁড় ভীষণ ক্ষেপে
ঘাটের মরাও উঠছে কেঁপে
ব্যার্থ আচমন-
এঁটো মুখেই হিপপকেটে নেশার্ত চুম্বন!