Saturday, October 10, 2009

নীল


সাগর বোধহয় বিষের রঙে নীল
শরীর জুড়ে নীল মরনের ছোঁয়া
অথবা সাগরে মুক্ত আকাশ মিশে
ভালোবাসার গভীর নীলে ধোওয়া

সব হারানোর ব্যথায় ব্যথায় নীল
সাগর যেন পচন ধরা ক্ষত
হয়ত সাগর হারানো ছেলেবেলার
আধো আধো নীলচে বুলির মত

সাগর বোধহয় কান্নাভেজা রাতে
নীলচে হয়ে গলছে চোখের কাজল
সাগর, পুজোর রাতে প্রথম দেখা
শ্যামলা মেয়ের নীল শাড়িটার আঁচল

জলরঙেতে ড্রয়িং খাতার পাতায়
নীল খেয়ালে সাগর ভেসে চলে
নীল কুয়াশার হিমেল হিমেল ছোঁয়া
সাগর তলের নীল মরনের কোলে

শরীর পুড়ে ভষ্ম হওয়ার আগে
নীল গালিচায় স্বপ্ন মেখে নেব
সেই স্বপ্নের নীলচে সুতোয় বেঁধে
একটা তোকে সাগর দিয়ে যাব

নীল একটা সাগর দিয়ে যাব...

1 comment: